বেশ কয়েক বছর ধরেই দেশীয় চলচ্চিত্রে সংকটকাল চলছে। এমন পরিস্থিতিতে ক্রমেই কমে যাচ্ছে প্রেক্ষাগৃহ, সেইসঙ্গে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা। এর ফলে চলচ্চিত্রের সঙ্গে জড়িত অনেকেই পেশা বদল করছেন। তারা বেছে নিচ্ছেন কোনো চাকরি বা অন্য পেশা। তেমনি হাতে ছবি না থাকায় কৃষি অফিসার হিসেবে সরকারি চাকরিতে জয়েন করেন চিত্রনায়ক কায়েস আরজু! প্রিয় পাঠক সত্যি সত্যিই কিন্তু সুদর্শন চিত্রনায়ক আরজু পেশা বদল করেননি। এটা আসলে তার অভিনীত সদ্য নির্মাণ কাজ শুরু হওয়া ‘ময়না’ নামের নতুন একটি ছবির গল্পের একাংশ। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নির্মাণাধীন এই ছবিতে উঠতি নায়িকা রাজ রিপার বিপরীতে এমন একটি চরিত্রে দেখা যাবে আরজুকে। আর রাজ রিপা অভিনয় করছেন নাম ভূমিকায় ময়না চরিত্রে।।
আলিম উল্লাহ খোকনের গল্পে এই ছবির চিত্রনাট্য, সংলাপ রচনা এবং এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ। নারীকেন্দ্রিক এই ছবিতে আরও অভিনয় করছেন নাদের চৌধুরী, আমান রেজা, সুব্রত, আফফান মিতুল, আনোয়ার প্রমুখ।
নতুন এই ছবিটি প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ছবিতে আমি একজন সরকারি কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি। সদ্য চাকরিতে জয়েন করার পর পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু আমার মেয়ে পছন্দ হচ্ছে না। হঠাৎ এক নায়িকা দেখে ভালো লেগে যায়। তারপর নায়িকার সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে ভালোলাগা বাড়তে থাকে। এভাবেই ছবিটির গল্প এগিয়ে যাবে। বাকিটা জানতে হলে দর্শককে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে হবে।
জানা গেছে, মঙ্গলবার (২২ মার্চ) থেকে রাজধানীর গুলশানে ময়না ছবির শুটিং শুরু হয়েছে। একটানা শুটিং করে শেষ করা হবে দৃশ্য ধারণ। ৩০ মার্চ থেকে সাভারের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান কায়েস আরজুর।
#চলনবিলের আলো / আপন