আজ থেকে শুরু হয়ে গেল “ময়না” ময়না চরিত্র নিয়ে অনেক চিন্তা ভাবনা করে সর্ব শেষ ময়নায় অভিষিক্ত হয় রাজ রিপা এবং পরিচালনা করছেন মনজুরুল ইসলাম মেঘ।
আলিম উল্যাহ খোকনের গল্পে ‘ময়না’ চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।
‘ময়না’ চলচ্চিত্রে যাদের দেখা যাবে-আমান রেজা,কায়েস আরজু, রাজ রিপা, সুব্রত, আফ্ফান মিতুল,আনোয়ার ও আরো অনেকে।
একটানা শুটিং শেষ করে খুব শিঘ্রই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন