ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু এখন বড় পর্দায় একের পর চলচ্চিত্র দিয়ে দর্শক মাত করে চলেছেন। নোমান রবিন পরিচালিত ‘কমন জেন্ডার’ ছবিটি দিয়ে চলচ্চিত্র যাত্রা শুরু রাশেদ মামুন অপুর। তবে ‘জানোয়ার’ এবং ‘দহন’ চলচ্চিত্র দুটি তার চলচ্চিত্রে অভিনয়ের মোড় ঘুরিয়ে দিয়েছে । এরপর থেকে সময়ের সাথে সাথে ব্যস্ততা বেড়ে চলেছে এই অভিনেতার। একের পর এক ছবির কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে চরকির একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। এটির নাম ‘সিন্ডিকেট’। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। শীঘ্রি এটি মুক্তি পাবে। অপু সম্প্রতি শুটিং করছেন অপূর্ব রানার ‘জলরঙ’, শামীম আহমেদ রনির ‘আবার তোরা মানুষ হ’, এবং এইচ আর হাবিবের ‘জলকিরন’ ছবির।
এদিকে জানোয়ার, নবাব এলএল.বি, কসাই ও ট্রল- ওয়েব ফিল্মে তাকে দর্শকরা ইতোমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখেছেন। মুক্তির অপেক্ষায় আছে রায়হান ‘রাফির দামাল’ ও ‘পরান’, অনন্য মামুনের ‘অমানুষ’, সৈকত নাসিরের ‘বর্ডার’, ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, মুস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’, শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’, নেয়ামুলের ‘গাংচিল’ সহ আরও ৮ টি চলচ্চিত্র। এগুলোতে বিচিত্র সব চরিত্রে অভিনয় করেছেন বলে জানান অপু।
চলচ্চিত্রে কাজ প্রসঙ্গে অপু বলেন, কাজের তো অনেক প্রস্তাব আসে, তবে বুঝে শুনে গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছি। অভিনীত প্রতিটি ছবিতে আমার চরিত্রে ভিন্নতা রয়েছে। নিজেও চেষ্টা করেছি সেরাটি দিয়ে কাজটি করতে। উল্লিখিত ছবিগুলোতে অভিনয় করে নিজেও অনেক তৃপ্তি পেয়েছি। এগুলো মুক্তি পেলে আমার চরিত্রগুলো দর্শকদের নতুন করে ভাবাবে। আশা করি, ছবিগুলো সবার হৃদয় ছুঁয়ে যাবে।
#চলনবিলের আলো / আপন