জনপ্রিয় ও গুনি অভিনেত্রী মৌ বলেন, হালুয়া রুটি মনে করিয়ে দিলো সেই ছোটবেলার কথা।
তিনি বলেন, হাইরে ছোটবেলা,সেই দিনগুলো আর কখনই ফিরে আসবেনা,মনে পড়লে বুকটা ফেটে যাই,কত শত রকমের হালুয়া রুটি যে আমার আম্মা বানাতেন তা বলে বুঝাতে পারবো না।আম্মা হালুয়া রুটি বানানোর পর আমরা সবাই মিলে ট্রে ভরে ভরে পাড়ায় বিলাতে যেতাম।আজ সেই দিন আর নাই।নিজে সময় পাইনা।
তিনি আরো বলেন, আম্মার কষ্ট হবে তাই,এসব বানানো নিষেধ।এসব মিস্টান্ন খুব মিস করি।এই বছর একটু হলেও ঘরোয়া,স্বাদে মিঠু আপা আমার পরিবারের জন্য দিয়ে দিলেন।এবং বাসায় আনার পর সেকি কাড়াকাড়ি।
তবুও কম বেশী সবাই মজা করে খেয়েছি সাথে আড্ডা দিয়েছি।
#চলনবিলের আলো / আপন