বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

সেন্সর প্রাপ্ত ‘রাগী’ সিনেমায় খলচরিত্রে মুনমুন

মোস্তাফিজুর রহমান উজ্জলঃ
আপডেট সময়: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৪:০৩ অপরাহ্ণ

পরিচালক মিজানুর রহমান মিজানের ‘রাগী’ সিনেমা ঘিরে দর্শকের কাছে এক ধরনের প্রত্যাশা ছিলো- অবশেষে সেই প্রত্যাশার প্রাপ্তি ঘটলো চমৎকার বিশেষণে “‘রাগী’ আপাদমস্তক অ্যাকশন ছবি। বিনোদনের সব উপকরণ ছবিটিতে আছে। দর্শকের পয়সা উসুল হবে।-” সেন্সর সনদ প্রদানের সময় এমনটাই জানিয়েছে বোর্ড।

১৯ মার্চ শনিবার সেন্সর সার্টিফিকেট প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মিজানুর রহমান মিজান।

সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে পারভেজ আবির চৌধুরী ও অ্যাকশন কুইন মুনমুনকে। এ সিনেমোর মধ্য দিয়ে খলচরিত্রে নাম লেখালেন এই আবেদনময়ী। এর পাশাপাশি আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন প্রমুখকে ঘিরে সিনেমার গল্প এগিয়েছে।

সেন্সর বোর্ড সচিব মমিনুল হক, অভিনেত্রী অঞ্জনা, অরুনা বিশ্বাস জানিয়েছেন- এর মধ্যে অনেকগুলো সিনেমা দেখেছি কিন্তু পরিপূর্ণ অ্যাকশন সিনেমা বলতে যা বোঝায় রাগী সিনেমায় আমরা সেগুলো পেয়েছি। তিনটি উত্তেজনক দৃশ্য ছিলো যা দৃষ্টিকটু মনে হয়েছে সেগুলো কাটিং দিয়েছিলাম।

পরিচালক মিজান তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন- তিনটি স্বল্পদৈর্ঘের দৃশ্য কেটে জমা দিতে বলা হয়েছিলো। শুক্রবার সেগুলো ছেটে ফেলে জমা দিই। এছাড়া অন্যান্য বিষয়গুলোর তারা প্রশংসায় ভাসিয়েছেন।

কবে নাগাদ মুক্তি পাবে এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, এখনো সিদ্ধান্ত নেইনি; তবে রোজার ঈদের পর মুক্তির চিন্তা রয়েছে।

ছবিতে মুনমুনেকে আবেদনময়ী রূপে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে মিজান বলেন, মুনমুনকে গতানুগতিক যে দৃশ্যে দর্শক দেখেছেন, এখানে তার চরিত্র ব্যতিক্রম আরো পরিণত।

এদিকে ছবির প্রধান চরিত্র চিত্রনায়ক আবির বলেন, ছবিতে কে আমার প্রতিপক্ষ সেগুলো নিয়ে ভাবছি না। কারণ এখানে খলচরিত্র হিসেবে মুনমুনের মুখোমুখি যেমন হতে হয় আমাকে তেমনি শতাব্দী ওয়াদুদের মুখোমুখি হয়েছি। সেন্সরবোর্ড আপনার অভিনয়ের প্রশংসা করেছে শুনলাম- জবাবে আবির বলেন- আমিও শুনেছি। সত্যি কথা হলো এটা তাদের বদান্যতা। তবে আমি মনে করি দর্শকই আমার বিচারক।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর