বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

ভালো কাজের মাঝে থেকে সবার হৃদয়ে স্থান করে নিতে চাই অভিনেত্রী সাহেলা

মোস্তাফিজুর রহমান উজ্জল:
আপডেট সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ৯:১৪ অপরাহ্ণ

অভিনেত্রী’সাহেলা আক্তার’বাংলাদেশের শোবিজ জগতের এক পরিচিত মুখ।তিনি প্রায় এক যুগ ধরে বাংলাদেশের নাটকের জগতে সুনামের সাথে কাজ করে চলেছেন।’সাহেলা আক্তার’ মিডিয়াতে কাজ করতে গিয়ে তাঁর পরিবার এবং সহকর্মীদের সবসময় সহায়তা পেয়েছেন।সাপর্ট পেয়েছেন।

সম্প্রতি কথা হয় এই গুণী অভিনেত্রীর সাথে,প্রশ্নের জবাবে তিনি জানান তার এই সময়ের কাজের ব্যস্ততা নিয়ে,তিনি বলেন,জল কিরণ চলচ্চিত্রের শুটিং শুরু হবে এই মাসের ১৬ তারিখ থেকে বান্দরবানে,রক্ত ময়ুর যার পরিচালনায় আছেন এইচ আর হাবিব।যেখানে আমাকে মা হিসেবে দেখা যাবে। আর রক্ত ময়ুর চলচ্চিত্রে দারোয়ানের চরিত্রে।সেখানে আরো অভিনয় করবেন নীরব,রাসেদ মামুনুর রহমান অপু, স্পর্সিয়া,মুরাদ পারভেজ এবং সাহেলা আক্তারসহ আরো অনেকে।

তিনি আরো বলেন,
এছাড়াও নাগরিক টিভিতে মেঘে ঢাকাতে রেনু খালা হিসেবে কাজ করছি যেখানে পরিচালক হিসেবে আছেন রুপক বিন রউফ। এর পরেও আরোও বেশ কিছু কাজ করছি যেমন, বৈশাখী টিভিতে বউ শাশুড়ি,দর্শকরা দেখতে পায় সপ্তাহের শনি,রবি ও সোমবার রাত ৮.৪০ মিনিটে, পরিচালক, আকাশ রঞ্জন এবং এটিএন বাংলায় চলছে সেন্টিমেন্টাল ফ্যামিলি, পরিচালক, মুসাফির রনি।

এই গুনী অভিনেত্রী সবসময়ই নতুন কাজ করতে চান। দর্শকদের মাঝে নতুন নতুন চরিত্র নিয়েও হাজির হওয়ার ইচ্ছে তার।

পরিশেষে তিনি বলেন,ভালো কাজের মাঝে থেকে সবার হৃদয়ে স্থান করে নিতে চাই আমি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর