কেউ একজন ভাড়ায় খাঁইট্যা সংসার চালায়!
কেউ একজন ভাড়া করে যৌবন জ্বালায়;
আমার বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক,না হোক-
আমি এদেশের ছাত্র,কৃষক ও শ্রমিকের লোক।
তৈল দিলে গতর বাড়ে,সবজিতে বাড়ে কব্জি;
অনাহারী পেটের ক্ষুদায় শত্রুরে ডাকে বাবজি,
তোমরা যারা ডাকো কুত্তার ছানা ম্যাও,
খাদ্য দ্রব্যের দাম বাড়াইয়া দ্যাও;
আমি এদেশের ছাত্র,কৃষক ও শ্রমিকের লোক’
তোমাদের গলায় জুতার মালা পড়াইয়া দেওয়া হোক।
#চলনবিলের আলো / আপন