ছাররে ছাররে ছার
এদেশের মায়া ছাড়।
বাংলাদেশের বাংলা বাঘ
জেগেছে আজ জেগেছে আজ।
বজ্ররের মত গজরে তারা
এদেশ স্বাধীন করবে তারা।
রক্ত যাবে তবুও তারা দমবে নারে, দমবে না।
রক্ত তারা করেছে জয়
স্বাধীন করতে করবে ক্ষয়।
ওরে যুবকের দল তোরা জয় ধ্বনি কর তোরা জয় ধ্বনি কর।
জেগেছে আজ সোনার বাংলা
রক্ত দিয়েছে মা,বোনেরা।
নাইরে ধোর,নাইরে ধোর
স্বাধীন পতাকা উর্ধে ধর।
#চলনবিলের আলো / আপন