শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৮ জুন, ২০২০, ৯:৩১ অপরাহ্ণ

জাহাঙ্গীর আলম, চাটমোহর:
পাবনার চাটমোহর থানায় সদ্য যোগদানকৃত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, নবাগত ওসি (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম।

ওসি (তদন্ত) মোহাম্মদ হাননানের সঞ্চালনা অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস,এম হাবিবুর রহমান, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা প্রভাষক ইকবাল কবীর রনজু, চ্যানেল টোয়েন্টি ফোর পাবনা প্রতিনিধি শাহীন রহমান।

এ সময়ে দৈনিক সমকাল প্রতিনিধি শামিম হাসান মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, দৈনিক আজকালের খবর প্রতিনিধি ও অনলাইন পত্রিকা স্বাধীন খবর ডটকম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, দৈনিক জাগরন প্রতিনিধি মহিদুল খান, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা উপস্তিত ছিলেন।

সাংবাদিকরা মাদক, খুন, ধর্ষণ, সুদের কারবার, সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপ, বাল্যবিয়ে নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয়ে বিশেষ ভূমিকা রাখার আহবান জানালে নবাগত ওসি সাংবাদিকদের আশ্বস্ত করেন এবং সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর