মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

ই-পেপার

চৌহালীতে জাতীয় ভোটার দিবস পালিত

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২ মার্চ, ২০২২, ৫:৩৪ অপরাহ্ণ

“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
গতকাল বুধবার(০২মার্চ)সকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন অফিসের সামনে কাঁঠাল তলায় গিয়ে শেষ হয়। এতে ফেস্টুন উড়িয়ে ভোটার দিবসের উদ্বোধন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার।
পরে উপজেলা নির্বাচন অফিসের সামনে কাঁঠাল বাগানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান ৷ এ সময় চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ হজরত আলী মাষ্টার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, তথ্য ও যোগাযোগ কর্মকর্তা স্বম্পা কর্মকার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, আলহাজ আব্দুল মতিন মন্ডল, মিজানুর রহমান বাবলু,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ পরে ২৬ মার্চ উপলক্ষে প্রস্ততিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর