সোডিয়াম লাইটের ঝলমলে উপস্থিতির কাছে হার মেনেছে
জোতস্নার আলো সেই কবেই।
চার দেয়ালের কাব্য
বন্দী হয়েছে বদ্ধ ঘরে।
জোতস্নারা তাই উঁকি
দিতে দিতে ক্লান্ত খুব।
আমি যে ফিরেও চাইনি,
এখন সোডিয়াম লাইটের
কৃত্তিম মায়ায়, কৃত্তিম ভালোবাসায়
আজ আমি বড্ড ক্লান্ত।
আমি ফিরতে চাই জোতস্নার কাছে ভীষন ভাবে।
অথচ কখন মুখ ফিরিয়ে
নিয়েছে জোতস্নার আলো।
আমি ভুলেই গিয়েছি
সোডিয়াম লাইটের কাছে
জোনাকিরা আসেনা ভালোবেসে।
জোনাকিরা ভালোবাসে জোতস্না।