আটঘরিয়া উপজেলা পর্যায়ে ৫০তম শীতকালিন ক্রীড়া দলগত প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার(২৮ফেব্রুয়ারি) দিনব্যাপি উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৪০টি ইভেন্টে এই খেলা অনুষ্ঠিত হয়।
এসময় আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু। অন্যদের মধ্যে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা এসএম শাজাহান আলী, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইল্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান বেরুয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মনি।
ধারা বর্ণনায় ছিলেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়ল শিক্ষক ফারুক হোসেন, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইয়াছিন আলী, আব্দুস সাত্তার প্রমূখ।