পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুল মালেক সরকার (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে। সে বেলকুচির পারসগুনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়,পরিবারে জমির ভাগাভাগি নিয়ে কলহের জের ধরে অভিমান করে গলায় রশি পেচিয়ে বাড়ির পাশে একটি গাছের ডালের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে তাকে উদ্ধার করে। বেলকুচি থানার ওসি জানান,
উপ-পরিদর্শক নিয়ামুল হাসান লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে পাঠিয়েছে।
#চলনবিলের আলো / আপন