শাহাব উদ্দিন আহমেদ ,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের আদমটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩১ লিটার দেশীয় চোলাই মদসহ ১ জনকে আটক করেছে শমসেরনগর ফাঁড়ি পুলিশ। শনিবার(২৭জুন)রাত সাড়ে ৮ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক অরুপকুমার চৌধুরীর নির্দেশে উপ পরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রামভর্তি ৩১লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ শমসেরনগর চা বাগানের আদমটিলা এলাকার মৃত পাইরগা গোয়ালার পুত্র প্রেম নারায়ন গোয়ালা (৪২) কে আটক করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আনজির হোসেন গোপন জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে শমশেরনগরচা বাগানের আদমটিলা এলাকায় প্রেম নারায়ন গোয়ালার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ছোট বড় ৫টি ড্রামে ৩১ লিটার দেশীয় চোলাই মদসহ প্রেম নারায়ন গোয়ালাকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।