২১ তুমি দুঃখ আমার
২১ তুমি সুখ ,
২১ তুমি মুক্তির এক
শক্তির অগ্র দূত।।
২১ তুমি, তোমার পথে
পথিক হয়েছিল যারা,
জীবন দিয়ে রক্ষা করেছেন
বাঁচিয়েছেন এ দেশে তারা।।
২১ তুমি রক্তিম এক
উজ্জ্বল জালা ময়,
তোমার শক্তি, তোমার প্রেরণায় ,
শত্রু পেয়েছি ভয়।।
২১ তোমার প্রাণের মাঝে
বশিয়েছো প্রাণের মেলা ,
ভুলেও মোরা তোমায় কোন দিন
করিবোনা অবহেলা।।
#চলনবিলের আলো / আপন