পরনিন্দাকারীদের সমাজে
অবস্থা টা বেশ,
পারেনা ভাল দেখতে কারো
সমাজ হচ্ছে শেষ।
বিরবিরিয়ে চলে তারা
সমালোচনা করে,
তেলবাজি আর তোষামোদে
পারে অন্যের গা জ্বালাতে।
দিনকে তারা রাত বানায়
রাতকে বানায় দিন,
এদের জন্য আলোর পৃথিবীতে
বাজে বিষাদ বীণ।
নিজের খুঁতে নাই যে খেয়াল
পরের খুঁত ধরে,
সত্যি কথা বলায় তাদের
সর্ব অঙ্গ যে জ্বলে।
পরনিন্দাকারী কি পায় জানিনা
ঘুরে অপবাদ দিয়ে,
কারো ভালো দেখলে তারা
নিজেই জ্বলে মরে।
#চলনবিলের আলো / আপন