দেশীয় সিনেমার কালজয়ী নায়িকাদের একজন রোজিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই নায়িকা এবার কাজ করলেন মিউজিক ভিডিওতে।
গানের নাম ‘এ মন তোমাকে দিলাম’। এটি মূলত ‘মানসী’ সিনেমার গান। যেটিতে অভিনয় করেছিলেন তার বিপরীতে ছিলেন ওয়াসিম। সাদাকালো যুগের সিনেমা হলেও এর গানটি এখনো সমান জনপ্রিয়।
এই গান লিখেছেন কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছিলেন আনোয়ার পারভেজ। এতে কণ্ঠ দেন দেশের সিনেমার অবিস্মরণীয় শিল্পী সাবিনা ইয়াসমিন।
কালজয়ী সেই গানেরই পুনঃনির্মাণ করা হয়েছে। নির্মাণ করেছেন কোরিওগ্রাফার এডলফ খান। তার ডিজাইন করা শাড়ি পরে ভিডিওতে অভিনয় করেছেন রোজিনা।
এ প্রসঙ্গে নায়িকা বলেন, কয়েক মাস আগে গানটির মিউজিক ভিডিওর পরিকল্পনা করি। সম্প্রতি এর শুটিংয়ে অংশ নিয়েছি। পছন্দের গানটি শুনলে স্মৃতিকাতর হয়ে যাই। আশা করছি, শ্রোতা-দর্শক পুরোনো গানটিতে অনেক নতুনত্ব খুঁজে পাবেন।
এডলফ জানিয়েছেন, শিগগিরই মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ পাবে।
উল্লেখ্য, রোজিনা অভিনয় থেকে দূরে সরে গেলেও জুড়ে আছেন সিনেমার সঙ্গেই। নিজেই পরিচালনা করছেন সিনেমা। গত বছর ‘ফিরে দেখা’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও অর্চিতা স্পর্শিয়া।
#চলনবিলের আলো / আপন