নাঈম ইসলাম বাঙালি (তাড়াইল) কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা রাউতি ইউনিয়নের মৌঁগাও গ্রামে মোহাম্মদ আবদুল মান্নান ও তার তিন ভাইয়ের যৌথ ৮০ শতাংশ পুকুরে ২৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। কিন্তু এই পুকুরের মাছগুলো কে বা কারা মেরেছে তা এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায় না।
প্রায় ৮ কাটা পুকুরের মালিকদের নাম হল আব্দুল মান্নান, আব্দুল হান্নান, আজিজুল হক ও মোজাম্মেল।
পুকুরের মালিকদের সাথে কথা হলে তাঁরা বলেন ঃ-২৪ মে রোববার রাত ১০ টা সময়ে পুকুরের মাছের খাদ্য দিয়ে বাড়ি ফিরে যায় এবং তারপর সকাল ঘুম ভেঙ্গে উঠে পুকুরে এসে দেখি এই বিষ্ময়ক ঘটনা, সব মাছগুলো মরে গিয়েছে। তৎক্ষনাৎ ডাক্তার এনে পুকুরের মাছগুলো পরিক্ষা নিরিক্ষা করা হয় এবং ডাক্তার বলে এই পুকুরের মাছগুলো বিষাক্ত কোনো তরল পদার্থ পান করেছে তাই মাছগুলো একসাথে সব মরেছে।,
চাষী আব্দুল মান্নান বলেন, আমাদের উপার্যনের একমাত্র অবলম্বন ছিল এই পুকুর, এখন আমরা নিঃস্ব হয়েছি। স্থানীয় প্রসাশনের কাছে আমরা সঠিক বিচার কামনা করছি।