বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্র্যান্ড ফাইনাল আজ। আর এই গ্র্যান্ড ফাইনালের জন্য প্রস্তুত দুই ফাইনালিস্ট ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরের হোম অব ক্রিকেটখ্যাত শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচটি। ফাইনালের আগে দুই দলই ছিল অনেকটাই বিশ্রাম মুডে। দুই দলের কেউ আবশ্যিক অনুশীলন করেননি। গতকাল ঐচ্ছিক অনুশীলন করেছে বরিশাল ও কুমিল্লা। ফাইনালের আগে গতকাল সাকিব আল হাসান হঠাৎই পেটের পীড়ায় ভুগে অনুশীলনে আসেননি। তবে সাকিবের ফাইনাল খেলা নিয়ে তেমন একটা শঙ্কা নেই বলেই জানা গেছে।
দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটোসেশনে তাই গতকাল ছিলেন না সাকিব। ফাইনালের আগে বেশ ফুরফুরে মেজাজেই আছে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে দাপট দেখিয়েই হারিয়েছে বরিশাল। তাই প্রস্তুতির সময়টা বেশ ভালোই পেয়েছে তারা। সাকিবের পরিবর্তে ফটোসেশনে আসা নুরুল হাসান সোহান গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা ভালো ছন্দে আছি, এক টানা অনেকগুলো ম্যাচ জিতেছি। শেষটা ভালো করতে পারলে সবার অনেক ভালো লাগবে।’ সোহান আরো বলেন, ‘আসলে আমার খুব বেশি কিছু করা লাগেনি। টি-টোয়েন্টিতে সবাই প্রতিদিন রান করবে না।
ক্রিকেট ব্যক্তিগত খেলা নয়, দলীয় খেলা। আমরা দল হিসেবে ভালো খেলছি। ফাইনালে যদি দলের জন্য কিছু করার সুযোগ আসে, দলের জয়ে যেন অবদান রাখতে পারেনি। হয়তো ব্যাটিংয়ে রান করতে পারছি না। কিপিংয়ে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে সাকিব ভাই খুব ভালো ফর্মে আছেন। একাই উনি দু-তিনজনের কাজ করে দিচ্ছেন। ফাইনালে দলে অবদান রাখার লক্ষ্য থাকবে।’
বরিশালের জন্য সবচেয়ে স্বস্তির খবর হলো তাদের অধিনায়ক সাকিব দারুণ ছন্দে রয়েছেন। এ ছাড়া সাকিবের পাশে রয়েছেন তার দুই বড় গুরু নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। ম্যাচ জয়ে এই তিনজনের ভূমিকা নিয়ে সোহান বলেন, ‘আমাদের ম্যাচ জেতার পেছনে অবশ্যই মাঠের পারফরম্যান্সের অবদান রয়েছে। তবে আমাদের ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো। ফাহিম স্যার আছেন, সুজন ভাই আছেন, সাকিব ভাই আছেন। যে দুটা ম্যাচ হেরেছিলাম তখনো ড্রেসিংরুমের পরিবেশ অনেক ভালো ছিল। এই পরিবেশ মাঠে খেলার জন্য অনেক সহায়ক।’
অন্যদিকে কুমিল্লাও প্রস্তুত ফাইনালে মঞ্চ রাঙাতে। দলটিও দারুণ ছন্দে রয়েছে। প্রথম কোয়ালিফারারে বরিশালের কাছে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ইমরুলের কুমিল্লা। তাই অধিনায়কের প্রত্যাশাও ভালো কিছুর। গতকাল সাংবাদিকেদের ইমরুল বলেন, ‘এর আগে কুমিল্লা দুবার ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি কালকের ম্যাচটাও আমরা একই প্রক্রিয়ায় যাব। প্রথম কোয়ালিফায়ার হেরে আমরা হতাশায় ছিলাম, কী করব, না করব। কিন্তু কালকে যেভাবে কামব্যাক করেছি, আমাদের আত্মবিশ্বাস অনেক ওপরে। চেইজ বলেন বা প্রথমে ব্যাটিং বলেন, সবকিছুতে ইতিবাচক আছি। ইনশাআল্লাহ কালকে ভালো কিছু হবে।’
ইমরুল আরো বলেন, ‘আমি মনে করি, যে দুটি দল ফাইনাল খেলবে সবাই আশা করেছে, সে দুটি দলই ফাইনাল খেলছে। এই দুটি দলই ডিজার্ভ করে ফাইনাল খেলার জন্য। ফাইনাল ম্যাচে যারা ভালো ক্রিকেট খেলবে, আগেও বলেছি যারা সাহস নিয়ে খেলবে, অনেক শান্ত থাকবে, তাদেরই সম্ভাবনা বেশি থাকবে জেতার।’
দলের বিদেশি ক্রিকেটার ফাফ ডু প্লেসিস ও মঈন আলী নিজেদের প্রমাণ করেছেন। সঙ্গে লিটন দাসসহ বাকি ক্রিকেটার জ¦লে উঠলে ট্রফি জেতা অসম্ভব কিছু না। ইমরুল বলেন, ‘আপনি যদি আমাদের দলের দিকেও তাকান আমাদেরও অনেক বড় বড় নাম আছে। মইন আলী, সুনীল নারাইন, ফাফ ডু প্লেসিস। এদের ভেতর থেকে যদি কেউ পারফর্ম করে আমার মনে হয় না এমন কঠিন কাজ হবে। কালকে (পরশু) সুনীল নারাইন দেখিয়েছে, তার খেলাটা খেলেছে। এ দেখিয়ে দিয়েছে, আমাদের দলের জন্য কাজটা সহজ হয়ে গেছে। আমি বলব যে, দল হিসেবে আমরা কেউ কারো থেকে কম নই। প্রতিটি দলই শক্তিশালী। কালকে (আজ) মাঠে ভালো ক্রিকেট খেললে রেজাল্টটা পেয়ে যাবে।’
#চলনবিলের আলো / আপন