ঢালিউডের গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। এরপর যৌথ প্রযোজনার আরও কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।
তবে এবার পূর্ণাঙ্গভাবে কলকাতার সিনেমায় অভিনয় করছেন নুসরাত ফারিয়া। তার বিপরীতে আছেন নায়ক যশ দাশগুপ্ত। খবরটি ফারিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন।
সিনেমার নাম ‘রকস্টার’। এটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের শাপলা মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ‘রকস্টার’ সিনেমার শুটিং। ক্ল্যাপ বোর্ডের ছবি দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই এ তথ্য জানানো হয়েছে।
শোনা যাচ্ছে, ‘রকস্টার’ মূলত ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। এরপর একাধিক সিনেমায় কাজ করলেও কোনোটি মুক্তি পায়নি। অন্যদিকে যশকেও সর্বশেষ ২০২০ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল। সিনেমার নাম ‘এসওএস কলকাতা’। গত এক বছর যাবত তিনি অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে সংসার শুরু করেছেন, আবার সন্তানের বাবাও হয়েছেন।
#চলনবিলের আলো / আপন