বর্ষার বারিধারা
সারাদিন ঝরছে,
মুটে আর মজুরেরা
না খেয়ে মরছে।
বারি ধারা থেকে থেকে
দমকা হাওয়া ছাড়ছে,
কাঁচা ঘরের ভয়টা সবার
মাথায় বাড়ি মারছে।
ঘনঘোর বরিষায়
বাহিরে কেউ নাহি যাচ্ছে,
মণিবের কাছে তারা
কাজ নাহি পাচ্ছে।
বৌ, বাচ্চার কথা ভেবে
হচ্ছে সবার চিন্তে,
কড়ি নেই হাতে কারো
আহার সবার কিনতে।
ধনীরা এই দিনে
দোলনায় বসে দুলছে,
আহারের সময় তারা
খিচুড়ী শুধুই গিলছে।
————–০—————
যোগাযোগ :
ইউনুছ ইবনে জয়নাল
ধলিরকান্দি, সারিয়াকান্দি, বগুড়া- ৫৮৩১