বহু ভাষা ভাষীর দেশ ভারতের কোলকাতা থেকে কবি নজরুল ইসলাম স্মৃতি স্মারক সম্মান ও ক্রেষ্ট পেলেন পাবনার চাটমোহরের কবি ও সমাজ সেবক ফিরোজা পারভীন। গত ২৯ জানুয়ারী ভারতের কোলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে বিভিন্ন ক্যাটাগরিতে ভারতের আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ কবি, লেখক, সমাজসেবকদের সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করেন। করোনা পরিস্থিতির কারণে কবি ফিরোজা পারভীন সরাসরি উপস্থিত হতে না পারায় তার পক্ষে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট গ্রহণ করেন পাবনার বিশিষ্ট কবি মানিক মজুমদার।
গত ১৫ ফেব্রুয়ারী কবি মানিক মজুমদার ও সিনসা পত্রিকার সম্পাদক এস.এম মাহবুব আলম দৈনিক সিনসা পত্রিকা অফিসে কবি ফিরোজা পারভীনের হাতে এ স্মারক সম্মাননা পত্র ও ক্রেষ্ট হস্তান্তর করেন। এসময় মুক্ত দৃষ্টি সাহিত্য পরিষদের সভাপতি শফিক আল কামাল, চাটমোহরে কর্মরত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, সাংবাদিক ইকবাল কবীর রনজু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ মিয়া রানা, কবি আসাদুর রহমান রুপম প্রমুখ উপস্থিত ছিলেন।
লেখা লেখি ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ভারতের আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ কবি, সমাজ সেবক ও চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীনকে এ সম্মাননায় ভূষিত করে। উল্লেখ্য, ইতোমধ্যে কবি ফিরোজা পারভীনের তিনটি একক কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন এলাকার পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়।