যদি কামনার জল না থাকিতো,
তবে প্রেমটা শুধু তোমার জন্যই হত,
এই পথে যারা খাঁইট্যা মরার দল,
শুইনা ল্যাও তারা কভু হারায় না মনোবল।
বসন্তে শুধু প্রশান্তি নয় চৈত্রেও হয়,
আগুন মাসে বৃষ্টিকালে পায়না তারা ভয়,
এই পথে যারা খাঁইট্যা মরার দল,
তাদের জন্যই ফালাই আমি চোখের জল।
যে নদীতে স্রোতধারা উল্টা পথে চলে,
সে নদীতে মাছেরা মজার খেলা-খেলে,
মাঝি মশাই নৌকা চালায় ইঞ্জুরি তার মন,
ঝড়ো ঢেউয়ে ডুবি-ডুবি নৌকা সারাক্ষণ।
#চলনবিলের আলো / আপন