মাঘের শেষ ফাল্গুন আসেছে
প্রকৃতি সাজেছে রঙবেরঙে,
বাসন্তী রং এ সাজবে সবাই আপন ভুবন জুড়ে।
পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
মুক্ত বাতাসে কোকিলের কুহুতান,
ফাগুন এলো ফুলের মেলায়
মুগ্ধ করে সাজিয়ে বাগান।
আজ কৃষ্ণচূড়ায় এত রুপ মধু বনে
মুকুলের গন্ধে বকুল সাজে,
মৌমাছি ঐ দল বেধে মধুর খোঁজে ফুলে চলে।
অপরূপ রুপের ছোঁয়া নিয়ে এসেছো ফাগুন তুমি,
ফাগুন বরণ করতে উচ্ছাসিত মাতৃভূমি।
এটা আমার সোনার বাংলা ছয় ঋতুর দেশ,
ফাগুন এলো সবার মনে আনন্দ লাগে বেশ।
রচনা কাল, ১৪-০২-২০২২ইং সময়,সকাল ১০ টা স্থান, মিরপুর ২,ঢাকা।