আইপিএলের নিলাম ইতোমধ্যে শেষ হয়েছে। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের সবটুকু সামর্থ নিয়ে চেষ্টা করেছে ভালো দল গড়ার।
নিলামের শুরুতেই তারা দলে ভেড়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। এরপর ১২ কোটি ২৫ লাখ রুপিতে দলে টানে নিলামের আলোচিত শ্রেয়াস আয়ারকে। মিডল অর্ডারের জন্য দলে নেয় নিতিশ রানাকে।
অবশ্য নিলামের আগেই তারা ধরে রেখেছিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার ও বরুন চক্রবর্তীকে।
তাদের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রেয়াস আয়ার, প্যাট কামিন্স, নিতিশ রানা, শিবাম মাভি, আজিঙ্কা রাহানে, স্যাম বিলিংস, আলেক্স হেলস, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ নবীর মতো পরীক্ষিত তারকারা।
সব মিলিয়ে লড়াকু একটি দল গড়তে সক্ষম হয়েছে কেকেআর।
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড :
আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার, বরুন চক্রবর্তী, শ্রেয়াস আয়ার, প্যাট কামিন্স, নিতিশ রানা, শিবাম মাভি, আজিঙ্কা রাহানে, স্যাম বিলিংস, আলেক্স হেলস, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ নবী, রিংকু সিং, অনুকুল রায়, রাসিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, রামেশ কুমার ও আমান খান, অভিজিত তমার, প্রথম সিং, আশোক সিং।
#চলনবিলের আলো / আপন