বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

১৪ই ফেব্রুয়ারি আসছে ‘ডিয়ার ভ্যালেন্টাইন’

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১০:২২ অপরাহ্ণ

কথায় আছে কলেজে লাইফের চেয়ে মজার লাইফ আর হয় না! তেমনই এক কলেজ লাইফের প্রেমের গল্পে নির্মিত হলো নাটক ‘ডিয়ার ভ্যালেন্টাইন’।

মেহেদি হাসান হৃদয়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেন মুশফিক ফারহান ও কেয়া পায়েল। ভালোবাসা দিবসের দিবসের জন্য নির্মিত হলেও ‘ডিয়ার ভ্যালেন্টাইন’-এ অন্যরকম ভালোবাসার গল্প আছে উল্লেখ করে মুশফিক ফারহান বলেন, টিনেজ লাইফে প্রেমে পড়ে না বুঝেই অনেক কিছুই করে থাকি। কিন্তু বিপদে পড়লে সেই ভালোবাসা আর থাকে না। দিনশেষে পরিবারই আসল। তারাই পাশে থাকে। এমনই একটি ইতিবাচক দেয়ার চেষ্টা করা হয়ে এতে।

মুশফিক ফারহান বলেন, ভালোবাসা দিবসের জন্য ৪টি কাজ করেছি। এর মধ্যে এটি একেবারে অন্যরকম। এই কাজটির জন্য একমাস ধরে নিজেকে টিনেজ লুক আনতে সময় দিতে হয়েছে। ওজন কমাতে হয়েছে। আমার বিশ্বাস, এ কাজের মাধ্যমে দর্শক অন্যরকম এক ভালোবাসা খুঁজে পাবে।

নির্মাতা জানান, টিনেজ প্রেম একটা সময় পরিণত হয় লোমহর্ষক ঘটনায়। তখনই ‘ডিয়ার ভ্যালেন্টাইন’-এর আসল টুইস্ট। অনেকেই নাটকটিতে নিজেদের টিনেজ লাইভ অনুভব করতে পারবেন। সেই সঙ্গে পরিবারের প্রতি তাদের ভালোবাসার অনুভূতি জন্মাবে। ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) দুপুর ৩টায় ‘ডিয়ার ভ্যালেন্টাইন’ নাটকটি এক্সক্লুসিভলি প্রচারিত হবে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে।

নাটকটিতে মুশফিক ফারহান, কেয়া পায়েল ছাড়াও আরও দুটি চরিত্রে এতে অভিনয় করেছেন শেহজাদ ওমর, শহিদুজ্জামান সেলিম।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর