পরীমণি-প্রেম তো সমার্থক! ‘অসুস্থতার’ কারণে প্রীতিলতা ছবির কাজ থামালেও তিনি সব ভুলে এখন মত্ত প্রেমদিবস উদযাপনে!
ভ্যালেনটাইন ডে-র আগে বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে ‘টেডি ডে’। প্রিয় জনের হাতে এ দিন রং-বেরঙের পুতুল ভালুক। তেমনই সাদা ভালুক কোলে খুশির হাসি হেসেছেন দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমণি। সেই ছবি তিনি পোস্ট করেছেন ফেসবুকে। দেখে কে বলবে, তিনি অসুস্থতার কারণে আদালতে হাজিরা দিতে পারেননি! হাসপাতালেও ভর্তি থেকেছেন প্রবল জ্বরে।
যদিও পরীকে কে টেডি দিয়েছে, তা জানা যায়নি। কারণ, নায়িকা তাকে সামনে আনেননি। বদলে ক্যামেরা ভাগ করে নিয়েছেন তার পোষা কুকুরের সঙ্গে। পর্দার ‘প্রীতিলতা’র কোলের টেডিকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে নিয়েছে সে। সঙ্গে সঙ্গে আবদারও জুড়েছে, তাকেও একই ভাবে আদর করে জায়গা দিতে হবে! অভিনেত্রী আদুরে শাসনে যদিও ভোলানোর চেষ্টা করেছেন তাকে।
তার ভক্তদের মতে, পরীকে হাসিখুশি রাখতেই এই উপহার তার হাতে তুলে দিয়েছেন তাঁর বর্তমান স্বামী শরিফুল রাজ। টেডি ডে-তে নিজেও খুব সুন্দর সেজেছেন নায়িকা। হলুদ টপ, কালো জিন্স, মানানসই গয়না। নজরকাড়া সাজ। সব মিলিয়ে পরী যেন আকাশের ডানাকাটা পরি!
উল্লেখ্য, মাদক কাণ্ডে জামিনে মুক্ত পরীমণি একের পর এক ছবির শ্যুটিং শুরু করছিলেন। বহু-আলোচিত ‘প্রীতিলতা’ ছবির বাকি অংশের কাজও দ্রুত শেষ হওয়ার পথে। এর মধ্যেই হঠাৎ প্রকাশ্যে, পরীমণি অন্তঃসত্ত্বা। অভিনেতা রাজকে গোপনে বিয়ে করেছেন তিনি। তার পরেই করোনা সংক্রমণ। সব মিলিয়ে চিকিৎসকের পরামর্শেই পূর্ণ বিশ্রামের কথা ঘোষণা করেন পরীমণি। যদিও নিন্দুকদের অপপ্রচার, তিনি নাকি আদালতের হাজিরা এড়াতেই মিথ্যে অসুস্থতার ভাণ করেছেন!
#চলনবিলের আলো / আপন