দীর্ঘ প্রায় ৭ বছর পর আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে জেলাজুড়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অলিতে-গলিতে এখন চলছে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নজরকাড়া ব্যানার, ফেস্টুন, প্যানা, পোস্টার লাগিয়ে প্রচারাভিযান।
প্রত্যক প্রার্থী ভোটারদেরকে তার পক্ষে নেবার জন্যে স্বাস্থ্যবিধি মেনে হাত মেলাতে চেষ্টা করছেন এবং স্থানীয় পত্রিকায় নিয়মিত বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন। তাছাড়াও ত্যাগীসহ সাধারণ পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের আশ্বাস দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের এই আশ্বাস অবিশ্বাসে পরিণত হচ্ছে। কারণ সম্মেলন এলেই এ ধরনের মিথ্যা আশ্বাস অনেকেই দেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের একনিষ্ঠ এক কর্মী জানান। তিনি আরও জানান, এ ধরনের আশ্বাস নির্বাচনের পরেই ভুলে যান প্রার্থীরা।
তাছাড়াও প্রতিদিনই প্রার্থীগন করে চলেছেন ঘরোয়া বৈঠক। দলীয় কার্য্যালয় থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট, হাট-বাজার সহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। চলছে দলসহ সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। কে জিতবে এবারের নির্বাচনে এ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা নিজেদেরকে যোগ্য বলে প্রার্থিতা বহাল রাখতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। প্রায় ১ বছর আগে সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়।
জেলা আওয়ামীলীগের আসন্ন সম্মেলনকে ঘিরে এখন পর্যন্ত সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জনের নাম আলোচিত হচ্ছে। এদের ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে জেলা শহরের অলি-গলিসহ উপজেলা শহরগুলোতেও।
ইতিমধ্যেই সভাপতি পদে নির্বাচন করা লক্ষ্যে যাদের ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। তাদের মধ্যে হলেন, সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এবং জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড বিমল কুমার দাশ, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড কে এম হোসেন আলী হাসান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড: আব্দুর রহমান।
সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জ-২ আসনের স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, বতর্মান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহকারী অধ্যাপক মো: রেজাউল করিম রাজা, ড. জান্নাত আরা হেনরী, আনোয়ার হোসেন ফারুক।
জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই শহরের হাজী আহমদ আলী আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ ইসহাক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
#চলনবিলের আলো / আপন