বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

কি ভাবে মারা গেলেন হিরো আলম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৫০ পূর্বাহ্ণ

বর্তমান সময়ে বিভিন্ন ইস্যুতে আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। অন্যদিকে বরাবরই আলোচনায় থাকেন বগুড়ার যুবক আশরাফুল আলম, সবার কাছে যিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন।তবে তার কাজগুলো এতটাই ‘হাস্যরসাত্মক’ যে প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।

কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জায়েদ খান ও হিরো আলমের অফিসিয়াল ফেসবুক আইডি রিমেম্বারিং দেখাচ্ছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জায়েদ খান ও হিরো আলম দুজনই এখনও জীবিত!

এ বিষয়ে জায়েদ খান জানান, একটি চক্র আমার পেছনে লেগেছে। নির্বাচনকে কেন্দ্র করে চক্রটি তৎপর হয়ে উঠেছে। তারাই রিপোর্টে একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে।

জায়েদ খানের অফিসিয়াল আইডিতে আড়াই লাখের বেশি ফলোয়ার রয়েছে। তার নিয়মিত আপডেট এই প্রোফাইলের মাধ্যমেই ভক্তদের জানাতেন তিনি। যদিও এমন ধরণের সাইবার অ্যাটাক জায়েদ খানের আইডিতে নতুন নয়!

এদিকে, জায়েদ খানের পরই হিরো আলমের ২০ লাখ অনুসারীর ফেসবুক পেজটিও মৃত ঘোষণা করেছে ফেসবুক।

এ বিষয়ে হিরো আলম বলেন, আমি জানি না এমনটা কেন ঘটেছে, সকালে ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা। কে যে কখন আমাকে শত্রু ভেবে বসলো বুঝতে পারছি না।

তিনি আরও জানান, বর্তমানে আমি আশুলিয়ার একটি লোকেশনে গানের শুটিংয়ে অংশ নিচ্ছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর