সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

দূতাবাস কর্মকর্তাদের ‘অবৈধভাবে ব্যবহার’ করার অভিযোগ বিএনপির

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪৩ অপরাহ্ণ

সরকার তাদের সকল ‘অবৈধ ও বেআইনি কর্মকাণ্ড’ বিশ্ববাসীর কাছে আড়ালের জন্য বিদেশে বাংলাদেশের দূতাবাস কর্মকর্তাদের ‘অবৈধভাবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার’ অভিযোগ তুলেছে বিএনপি।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকের বিষয় জানাতে মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘মার্কিন কংগ্রেসম্যান গ্রেগোরি মিকসের বক্তব্যকে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বিকৃতভাবে উপস্থাপন দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ বলে সভা মনে করে।’

‘বিএনপি এই ধরনের বেআইনি কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বিদেশে কর্মরত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের বাংলাদেশের জনগণের স্বার্থে নিরপেক্ষতার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানায়’ বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, অনুসন্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠন হবে তাদের লক্ষ্য থাকবে বিদায়ী কমিশনের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা। সুতরাং বিএনপি মনে করে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া সংকট উত্তরণ সম্ভব নয়।

‘ভোটাধিকার প্রয়োগের অধিকার হরণ করেছে সরকার। ভবিষ্যতে এর বিচারের মুখোমুখি হতে হবে আওয়ামী লীগকে’, বলেও মন্তব্য করেন তিনি।

স্থায়ী কমিটির সভায় ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম সোয়াবিন তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয় বলে জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, সরকারের দুর্নীতি ও সরকারি দলের মদদপুষ্ট ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার জন্য জ্বালানি তেল ও নিত্য ব্যবহার্য দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে।

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, সম্প্রতি বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় সেনাবাহিনীর এক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও তিন সন্ত্রাসীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

‘সভা মনে করে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটছে।’

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর