বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

ই-পেপার

শিল্পী সমিতিতে আজীবন নিষিদ্ধ হতে পারেন জায়েদ খান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ

নাটকীয়তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে টানাটানি। এই পদে প্রথমে বিজয়ী হন জায়েদ খান। এরপর বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী ঘোষণা করা হয় নিপুণকে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্ধারণ করতে বিষয়টি গড়ায় হাইকোর্টে।

নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেন আদালত। বুধবার (৯ ফেব্রুয়ারি) শুনানির দিন ধার্য করেন আদালত। শুনানি শেষে আসবে রায়।

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানকে নিয়ে চলছে চাপা উত্তেজনা। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতাদের প্রবেশ করতে না দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে তার ওপর নাখোশ অনেকে। গতকাল (৮ ফেব্রুয়ারি) প্রযোজক সমিতির স্টাডি রুমে ১৮ সংগঠনের পক্ষে মুখপাত্র চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসে।

জানা গেছে, বৈঠক থেকে কঠোর সিদ্ধান্ত আসতে পারে জায়েদের বিরুদ্ধে। এমনকি তাকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হতে পারে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর