সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শক্তিশালী দল নিয়েই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৫ অপরাহ্ণ

২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই ঐতিহাসিক সফর। নিরাপত্তা শঙ্কায় কয়েকজন খেলোয়াড়কে না-পাওয়ার গুঞ্জন উঠলেও তেমন কিছু হয়নি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ১৮ জনের শক্তিশালী টেস্ট দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

তিন স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। নাথান লিয়ন ও মিচেল সোয়েপসনের সঙ্গে স্পিন বিভাগে শক্তি বাড়াবেন অ্যাস্টন অ্যাগার। এই স্পিনার তার চার টেস্টের শেষটি খেলেছিলেন ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে।

উইকেট টার্ন নিতে শুরু করলে অস্ট্রেলিয়া পাকিস্তানের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। কারণ তিন বিশেষজ্ঞ স্পিনারের সঙ্গে প্রয়োজনে হাত ঘুরাতে পারেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনে।

অ্যাগারকে জায়গা করে দিয়ে বাদ পড়েছেন ঝাই রিচার্ডসন। অস্ট্রেলিয়ার ৪-০ তে অ্যাশেজ জয়ের মিশনে মাত্র এক ম্যাচ খেলা এই পেসার বিশ্রাম নেওয়ার আগে এই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন।

অ্যাশেজ সিরিজে মেলবোর্ন টেস্টে ৭ রানে ৬ উইকেট নিয়ে নায়ক বনে যাওয়া স্কট বোল্যান্ডও যাচ্ছেন এই দলটির সঙ্গে। প্রত্যাশিতভাবে দলের নেতৃত্বে প্যাট কামিন্স। ইংল্যান্ডের বিপক্ষে হোবার্ট টেস্টে উসমান খাজার কাছে জায়গা হারান মার্কাস হ্যারিস। তিনিও দলে জায়গা ফিরে পেয়েছেন, আছেন খাজাও।

রিজার্ভ উইকেটকিপার হিসেবে পাকিস্তানে যাচ্ছেন জশ ইংলিস। পঞ্চম ফাস্ট বোলার হিসেবে কামিন্স, মিচেল স্টার্ক, বোল্যান্ড ও জশ হ্যাজেলউডের সঙ্গে আছেন মাইকেল নেসের।

দল ঘোষণা করলেও এখন পর্যন্ত জাস্টিন ল্যাঙ্গারের উত্তরসূরি বাছাই করা হয়নি। কদিন আগে পদত্যাগ করেন তিনি। আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে টেস্ট সিরিজ। করাচি ও লাহোরে বাকি দুটি ম্যাচ হবে ১২ ও ২১ মার্চ।

অস্ট্রেলিয়া টেস্ট দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহঅধিনায়ক), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউড, মারনাস লাবুশেন, নাথান লায়ন, উসমান খাজা, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, স্কট বোলান্ড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, মাইকেল নেসের, মিচেল সুইপসন ও অ্যাশটন অ্যাগার।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর