পুলিশ সুপার পাবনা মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় চাটমোহরে লাইসেন্সবিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। রবিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে চাটমোহর উপজেলা সদরে জার্দিস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পাবনা ট্রাফিক পুলিশ সার্জেন্ট শ্যামলাল এক্কা সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ১০ জন মোটরসাইকেল চালককে ৩৮ হাজার টাকা জরিমানা করেন।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।