সূর্যরশ্মির প্রভাবে ত্বকে অতিরিক্ত মেলানিন উৎপন্ন হয়। এতে ত্বকের কিছু কিছু জায়গায় গাঢ় কালো ছোপ ছোপ দাগ দেখা দেয় যা মেছতা বা মেলাজমা (melasma) নামে পরিচিত। গ্রীক শব্দ মেলাজ (melas) থেকে মেলাজমা শব্দের উৎপত্তি যার অর্থ কালো।
ত্বকের যে সমস্ত জায়গায় সূর্যরশ্মি বেশি পড়ে সে সমস্ত জায়গা যেমন- উপরের গাল, নাক, ঠোঁট এবং কপালে মেছতা দেখা যায়। (সাধারণত ৩০-৪০ বছর বয়সের মধ্যে হয়)। তবে মাঝে মধ্যে ঘাড়ের পাশে, কাঁধ ও উপরের বাহুতে দেখা যায়। গায়ের রঙ ফর্সা যাদের তাদেরই মেছতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
মেছতা যে কারোরই হতে পারে। তবে সাধারনত: নারীরাই বেশী আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং যারা জন্ম বিরতীকরন পিল খায় বা হরমোন থেরাপি নেন।
চিকিৎসা বিধানঃ
হোমিওপ্যাথিক ঔষধ এ ক্ষেত্রে বিশেষ কার্যকারী। কিছু দিন নিয়মিত ঔষধ খেলে এবং কিছু নিয়ম মেনে চললে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে,ইনশাআল্লাহ। সামগ্রিক লক্ষন বিবেচনা করে সিপিয়া,কলোফাইলাম, আর্স এলবাম, সালফার, লাইকো, থুজা ,কোনিয়াম, এসিড নাইট ইত্যাদি ঔষধ কিছু দিন নিয়মিত ব্যবহার করলে ভাল ফলাফল পাওয়া যায়।
লেখকঃ
ডা.এম.এ.মান্নান
(সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক ও গবেষক)
ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান চিকিৎসক
মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র.
নাগরপুর, টাংগাইল।