পাকিস্তানবিরোধী স্লোগান দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন ভারতীয় ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’। তার আসল নাম বিকাশ ফাটক। তবে ছাত্র আন্দোলন প্রভাবিত করার মাধ্যমে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
এই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ, মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর জন্য তিনি দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের উসকানি দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা বন্ধের দাবিতে সোমবার মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়ের বাড়ির সামনে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার শিক্ষার্থী। তাদের দাবি, করোনা মহামারির মধ্যে তারা অনলাইনে পড়াশোনা করেছে, তাই পরীক্ষাও অনলাইনেই দেবে। আর তাই অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে সরকারকে।
বিক্ষোভ দমাতে শেষ পর্যন্ত লাঠিচার্জ পর্যন্ত করতে হয় মহারাষ্ট্র সরকারকে। পুলিশের অভিযোগ, বিক্ষোভে অংশ নিতে শিক্ষার্থীদের উসকানি দিয়েছেন ওই ইউটিউবার। তাই অনলাইনে ‘হিন্দুস্তানি ভাউ’ নামে জনপ্রিয় বিকাশ ফাটককে মুম্বাইয়ের ধারাভি থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের যাতে বাধা না দেওয়া হয় সে জন্য থানায় গিয়ে পুলিশকে অনুরোধও করেছিলেন বিকাশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে দাঙ্গা ও সহিংসতায় উসকানি এবং সরকারি সম্পত্তি নষ্টের মতো অভিযোগও রয়েছে।
অবশ্য এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন হিন্দুস্তানি ভাউ। আর তাই আগেও গ্রেফতার হতে হয়েছে বিকাশকে। বছর দেড়েক আগে সাম্প্রদায়িক উসকানিমূলক ভিডিও পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
#চলনবিলের আলো / আপন