পাবনার চাটমোহর উপজেলায় বিএনপির তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাটমোহর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি কে. এম আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহবায়ক আঃ রহিম কালু, যুগ্ন আহবায়ক আঃ কুদ্দুস (আলো) স্বাক্ষরিত ৭টি ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর কর্মী সম্মেলনের মাধ্যমে উপজেলার ছাইকোলা, ডিবিগ্রাম, নিমাইচড়া, মূলগ্রাম, ফৈলজানা, হরিপুর ও মথুরাপুর ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৩১ জানুয়ারী সোমবার সন্ধায় সাবেক এমপি কে.এম আনোয়ারুল ইসলামের বাসভবনে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি প্রদান করা হয়।
এসময় নবগঠিত ৭টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স.ম আতাউর রহমান তোতাকে আহবায়ক ও মোঃ হারুন অর রশিদ’কে সদস্য সচিব করে ৩৪ সদস্য, ডিবিগ্রাম ইউনিয়নের মোহাম্মদ আলী সরকার’কে আহবায়ক ও মোঃ আব্দুর রাজ্জাক আকাশ’কে সদস্য সচিব করে ৪৪ সদস্য, নিমাইচড় ইউনিয়নের মোঃ লুৎফর রহমান’কে আহবায়ক ও মোঃ রাশিদুল ইসলাম হেলাল’কে সদস্য সচিব করে ৪১ সদস্য, মূলগ্রাম ইউনিয়নের মোঃ লিখন বিশ^াস’কে আহবায়ক ও মোঃ আব্দুল কুদ্দুস রেজা’কে সদস্য সচিব করে ৪১ সদস্য, ফৈলজানা ইউনিয়নের মোঃ সাইফুল ইসলাম’কে আহবায়ক ও মোঃ আব্দুল মান্নান’কে সদস্য সচিব করে ৪৩ সদস্য, হরিপুর ইউনিয়নের মোঃ ককিল উদ্দিন’কে আহবায়ক ও মোঃ সিরাজুল ইসলাম’কে সদস্য সচিব করে ৪১ সদস্য এবং মথুরাপুর ইউনিয়নের মোঃ আবুল কালাম আজাদ’কে আহবায়ক ও মোঃ মাহাতাব আলী’কে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এসময় নবগঠিত ৭টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্যসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।