রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

ই-পেপার

বড়াল নদীর কিচ্ছা- কবি সোহেল রানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২, ১০:৩৬ অপরাহ্ণ

বড়াল পাড়ের মানুষ আমরা গাই বড়ালের গান

বড়াল মোদের মায়ের মতো বড়াল মোদের প্রাণ।

পদ্মা নদীর চারঘাট থেকে বড়াল তোমার জন্ম

তোমায় নিয়ে বড়াল বাসীর মনে কতো স্বপ্ন।

চলনবিলের চরণ দিয়ে গেছো তুমি বয়ে

সিরাজগঞ্জের যমুনা ধন্য বড়াল তোমায় পেয়ে।

পদ্মা যমুনার হলো মিলন লাগলো পিরীতের টান

বড়াল পাড়ের মানুষ আমরা গাই বড়ালের গান।

তোমার জলে সাঁতার কাটা তোমার মাছে দেহ

গড়া পাল তোলা নৌকা চলা মালামালে নৌকা ভরা।

বড়াল তোমার জল ধারায় পলি মাটির বাহার

মাঠে মাঠে ফসল ফলে যোগায় মোদের আহার।

মটর কালাই, সরিষা রাই গম আর ধান বড়াল

পাড়ের মানুষ আমরা গাই বড়ালের গান।

এতো সাধের বড়াল মোদের গেলো হায়রে মরে

হৃদয় ফাঁটা দুঃখের কথা বলি কেমন করে।

চারঘাটের ঔ মুখে যেদিন পড়লো স্লুইসগেট

সেদিন থেকেই বড়াল নদীর হারিয়ে গেলো ব্রাইট।

কেউবা ফেলে আবর্জনা কেউবা ফেলে মল

কেউবা করে দখলদারী দেখিয়ে ক্ষমতার বল।

বড়াল নদীর মাঝে আছে শত শত বাঁধ নদীটাকে

মারার জন্য এটাই মরন ফাঁদ। বড়াল তোমায়

বাঁচাবো বলে দিলাম স্লোগান বাঁধ কেটে ব্রীজ

করো ওগো প্রশাসন। বড়াল পাড়ের মানুষ

আমরা গাই বড়ালের গান বড়াল মোদের

মা জননী রাখবো মায়ের মান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর