নাঈম ইসলাম বাঙালি (তাড়াইল) কিশোরগঞ্জঃ-
কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলায় সিংধা গ্রামে শত্রুর কুচক্রে রাতে বৃক্ষ নিধন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এ গ্রামে সরকারি অনুদানে নতুন কাঁচা রাস্তা করা হয়। আর এ রাস্তাতে সকলেই যার যার নিজস্ব ভূমির পালানে যতটুকু রাস্তা পড়েছে ততটুকু জাগায় রাস্তার পাশে তাঁরা বৃক্ষ রোপণ করেছে। কিন্তু গ্রামের লোকজন হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখে যে, এ ছোট ছোট গাছগুলো কে জানি কেটে দিয়েছে!সেখান থেকে জানা যায় এখানে মোট ৮ টি গাছ কাটা হয় আর এ গাছের মালিক হলো তিন জন যথা মোতালিব হোসাইন, মোঃ আশিদ মিয়া ও মোঃ আলাউদ্দিন। সমাজের সচেতন মহল বলেন, গাছ আমাদের পরম বন্ধু।
এ গাছগুলো আমাদের অনেক ভাবে উপকার করে থাকে ও আমাদের অক্সিজেন জোগাড় করে দেয়।আমাদের সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ গাছ। সমাজে সকলের উপকারের একটি প্রতীক। কিন্তু আজ এ গ্রামে অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা হয়েছে এটি একটি আইনগত ও সামাজিক অপরাধ। এসব কাজ করা মানুষের পরিচয় বহন করে না। সমাজের সচেতন মহল তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছে। কিন্তু কে এ কাজগুলো করেছে আদৌ কোনো সঠিক তথ্য পাওয়া যায় না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আরোপিত (বৃক্ষ নিধন ২০১২) নামে একটি আইন চালু রয়েছে। যেখানে অপরাধীকে শাস্তি ও জরিমানার বিধান করা হয়েছে। সচেতন মহল বলেন অবশ্যই, এ গাছের শত্রুকে যদি চিহ্নিক করা যায়, তাহলে অবশ্যই তাকে এ আইনে দন্ডায়মান হতে হবে।