নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবকারীরা দেশের ও মানুষের শত্রু। তাদেরকে এখনই প্রতিহত না করলে যেভাবে তেলের দাম বাড়িয়েছে সরকার; সেভাবে বাড়াবে গ্যাসের দামও। নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে ২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫ টায় ঢাকা মহানগর উত্তর কমিটি অনুমোদনকল্পে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যকালে তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রফিকুন্নবী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নিলীমা চক্রবর্তী, চন্দন চন্দ্র পলাশ, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, সারাদেশে সকল অন্যায় অপরাধ-দুর্নীতি প্রতিহত করতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তা না হলে বুলেট ট্রেনের নামে শত কোটি টাকা যেভাবে লোপাট করেছে, সেভাবে তেলের দাম-গ্যাসের দাম বাড়িয়ে লুটপাট করতেই থাকবে বাংলাদেশের গণমানুষ বিরোধী ষড়যন্ত্রকারী তথাকথিত আমলা নামক পাষন্ডরা। এদেরকে রাষ্ট্রিয়ভাবেই প্রতিহত করা প্রয়োজন, যা না করে রাষ্ট্রিয় ক্ষমতা আকড়ে রাখার জন্য নির্মম সিদ্ধান্তগুলো একের পর এক জনগনের উপর চাপিয়ে দিয়ে ইতিহাসে সবচেয়ে জনবিরোধী হয়ে ওঠার পথে চলছে বর্তমান সরকার।
চলনবিলের আলো/আপন