বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রাম থেকে আরিফ হোসেন (২৫) নামের এক মাদক বিক্রেতাকে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক বিক্রেতা আরিফ ওই গ্রামের নাসির হাওলাদারের ছেলে।
গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ভীমেরপাড় গ্রামে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ বিক্রেতা আরিফকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় ওইদিন রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন