ইসরায়েলের এক গবেষণার প্রাথমিক ডাটা বলছে, করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে ফাইজার ও মডার্নার টিকার চতুর্থ ডোজ আংশিক কার্যকর। যদিও এটি ওমিক্রনকে পুরোপুরি কাবু করতে সক্ষম নয়।
সোমবার (১৭ জানুয়ারি) করোনার টিকার চতুর্থ ডোজ নিয়ে একটি ট্রায়াল শেষে একদল গবেষক এমনটাই জানিয়েছে। খবর সিএনএন’র।
প্রতিবেদন সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে সেবা মেডিকেল সেন্টারের একদল গবেষক ১৫৪ স্বাস্থ্যকর্মীকে ফাইজার ও ১২০ স্বাস্থ্যকর্মীকে মডার্নার টিকার ডোজ প্রয়োগ করেন। ওই ট্রায়ালের প্রাথমিক ফলাফলে দেখা যায়, স্বাস্থ্যকর্মীদের শরীরে যথেষ্ট মাত্রায় অ্যান্টিবডি তৈরি। এতে বুঝা যায় টিকা নিরাপদ। যদিও এটি ওমিক্রন ধরন ঠেকাতে আংশিক কার্যকর।
ইসরায়েলের রাজধানী তেল আবিবের সেবা মেডিকেল সেন্টারের ওই গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক গিলি রেগেভ। তিনি বলেন, চতুর্থ ডোজ স্বাস্থ্যকর্মীদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ বৃদ্ধি করলেও তা ওমিক্রন ঠেকাতে পুরোপুরি সক্ষম নয়। তবে করোনার আগের ধরনগুলোর ক্ষেত্রে এটি কার্যকর ছিল।
উল্লেখ্য, গত বছর দেশটিতে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়। বর্তমানে দেশটি বয়োজ্যেষ্ঠ ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ দেয়ার সবুজ সংকেত দিয়েছে।
#চলনবিলের আলো / আপন