শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

চট্টগ্রামে রেলের বাংলোয় ধর্ষণের চেষ্টা, ব্যর্থ হয়ে হত্যা!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০, ১০:১৫ পূর্বাহ্ণ

এম এস শবনম শাহীন(ক্রাইম রিপোর্টার):

দুইদিন আগে চট্টগ্রামের রেলওয়ের পরিত্যক্ত বাংলোয় এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীর লুণ্ঠিত মোবাইল ফোনের ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ জানায়, ইয়াবা সেবন করিয়ে ধর্ষণ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে খুন করা হয় মালেকা নামের ওই নারীকে। গ্রেপ্তাররা- রুবেল ওরফে ভোলা (২৭), সুমন (২০) ও মোবাইল ফোনের ক্রেতা মাইকেল বড়ুয়া (৩২)। গত ২৩ জুন বিকালে কোতোয়ালী থানার সিআরবি এলাকায় রেলওয়েরর পরিত্যক্ত বাংলো থেকে মালেকার লাশ উদ্ধার করে পুলিশ। আনুমানিক ৪৫ বছর বয়সী মালেকা মাদকাসক্ত ছিলেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে ওইদিন পুলিশ জানিয়েছিল।

 

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতবাজার জামতলা বস্তি থেকে রুবেলকে এবং তার তথ্যের ভিত্তিতে সিআরবি রেলওয়ে হাসপাতাল এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। “রুবেল ও সুমন মাদকাসক্ত। সুমন ছিনতাইও করে। ২২ জুন রাতে মালেকা তার স্বামীকে খোঁজ করতে ফলমন্ডিতে যায়। সেখানে স্বামীকে না পেয়ে ফিরে আসার পথে ভোলার সাথে দেখা হয়। ভোলা তাকে (মালেকা) ইয়াবা সেবনের কথা বলে রেলওয়ের পরিত্যক্ত বাংলোতে নিয়ে যায়।” সেখানে দুইজনকে দেখে সুমনও উপস্থিত হয় জানিয়ে ওসি মহসিন বলেন, “তিনজন ইয়াবা সেবনের পর রুবেল ও সুমন মিলে মালেকার শ্লীলতাহানীর চেষ্টা করে।

 

মালেকা বাধা দেয়ায় ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বোরকা দিয়ে রুবেল মালেকার গলা এবং সুমন পা চেপে ধরে। মৃত্যু নিশ্চিত করে মালেকার মোবাইল নিয়ে তারা পালিয়ে যায়।” পরে তারা মোবাইল ফোনটি মাইকেল বড়ুয়ার কাছে দুই হাজার ৮০০ টাকায় বিক্রি করে বলে পুলিশকে জানিয়েছে। চোরাই মোবাইল কেনার অপরাধে মাইকেলকে তার এনায়েত বাজার গোয়ালপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর