বুথের ভেতরে থাকার কথা থাকলেও নাটোরের বাগাতিপাড়া পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ কক্ষের বাইরে বসে থাকতে দেখা গেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর ২৯জন এজেন্টকে। পৌরসভার টুনিপাড়া কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে রবিবার (১৬ জানুয়ারি) এমন চিত্র দেখা গেছে। এজেন্টরা বলছেন, বাইরে বসে থাকতে নানা অসুবিধা হয়েছে তাদের। আর ঠিক মতো ভোটের কাজ সম্পূর্ণ হয়েছে কিনা সেটাও ভালো ভাবে দেখতে পাননি। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা আলমগীর হোসেন বলছেন, ভেতরে এজেন্টদের বসার মতো জায়গা ছিল না। সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, কেন্দ্রে স্থান সংকুলান না হওয়ায় বিকল্প ব্যবস্থা না নেয়া ছাড়া উপায় ছিলো না।
#চলনবিলের আলো / আপন