মহেশখালীর হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়ায় জমি বিরোধের জেরে হামলায় ৮ নারী সহ ১১ জন আহত হয়। ঘটনাটি ঘটে গত শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৭ টায়।
রক্তক্ষয়ী এ ঘটনায় মহেশখালী থানা অভিযোগ দায়ের করেছে হামলার স্বীকার হওয়া পক্ষ। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজও শেষ করেছে তদন্তকারী কর্মকর্তা।
এদিকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নানাভাবে মামলা করার পায়তারা করছে হামলাকারীরা। ঘটনায় হামলাকারীদের কেউ আঘাত না পাওয়ায় পুনরায় বিবাদে জড়ানোর চেষ্টা করছে তারা। এছাড়া আঘাতের ভুয়া সার্টিফিকেট বানিয়ে, দালাল ধরে মামলা করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে তারা। এতে শঙ্কায় রয়েছে হামলার স্বীকার হওয়া পক্ষের লোকজন।
উল্লেখ্য, দুপক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য পরিকল্পিতভাবে, পুরুষরা না থাকা অবস্থায় জমি দখলের চেষ্টা চালিয়ে নারীদের উপর হামলা করা হয়। এতে কলেজছাত্রী সহ ৬ জন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।