তোমার আলো ঝলমল বন্দরে
আমার জাহাজের নোঙর
করতেই দিলেনা।
তোমার রংধনুর রঙ মেশানো
সোডিয়াম আলোর ঝলকানি ম্লান হবে বলে।
দীঘল রাতির দূরন্ত সফর শেষে
আমি আবার ভাসি নিরুদ্দেশে
কত জলাঙ্গীর ভয়ংকর ভেজা
ঢেউ পেরিয়ে-
খয়ে যাওয়া জোৎস্নার আলো আর
আঁধারের মিতালীতে।
পেছনে পড়ে থাকে বিষাদের
নিষিদ্ধ বিদর্ভ নগর,
এভাবেই রাত শেষ হয় খু্ঁজে পাই
স্বপ্ন শিরিন ভোর।
সুবহে সাদের সেকি আহ্লাদ
আবীর রাঙা স্বপ্ন সাধ
পূবের –
আকাশ রাঙিয়ে দিলো উকি,
ক্লান্ত শ্রান্ত নিয়ে দেহমন
বিনিদ্র রাত কতো অগণন
সোনালী সকাল গাইলো গজল-
আহ! মায়াসুর সেকি!