সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন

ই-পেপার

এবার ঘ্রাণ শুঁকে করোনা শনাক্ত করবে কুকুর!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২, ৭:৫২ অপরাহ্ণ

গন্ধ শুঁকে বোমা ও মাদক শনাক্তে কুকুর অনেক পারদর্শী। এবার করোনা শনাক্তেও কাজ করবে প্রাণীটি। করোনা মহামারির প্রথম দিক থেকেই বিজ্ঞানীরা এ কাজের জন্য কুকুরকে প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। প্রথমবারের মতো সাফল্যের মুখ দেখলেন তারা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন (এনসিবিআই) জানিয়েছে, কুকুর অত্যন্ত সংবেদনশীল ঘ্রাণশক্তি সম্পন্ন প্রাণী। কেউ কোনো রোগে আক্রান্ত হলে তার দেহ থেকে এক ধরনের গ্যাস নির্গত হয়, যা শুঁকে কুকুর জানিয়ে দেবে ওই ব্যক্তির রোগ সম্পর্কে।

এনসিবিআই জানিয়েছে, ফিনল্যান্ড ও লেবাননে পরিচালিত পরীক্ষাগুলোর ক্ষেত্রে করোনা আক্রান্তদের শনাক্তকরণে কুকুর সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ শতাংশ সাফল্য পাওয়া গেছে। এর পর থেকেই করোনা শনাক্তে স্নিফিং কুকুর মোতায়েনের সংখ্যা বাড়ছে। দুবাইয়ের পুলিশ ৩৮টি স্নিফার কুকুরের একটি বিশেষ ইউনিট গঠন করেছে, যা ৯২ শতাংশ নির্ভুলভাবে মানুষের ঘামের নমুনা থেকে কোভিড শনাক্ত করতে সক্ষম হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর