কে,এম আল আমিন :
সিরাজগঞ্জের কৃতি সন্তান,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সলঙ্গায় শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহ:বার বাদ জোহর সলঙ্গা কুতুবের চর হাফিজিয়া মাদ্রাসায় কোরান খতম,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সলঙ্গা থানা আওয়ামী যুব লীগের আয়োজনে উক্ত শোক সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান,রিয়াদুল ইসলাম ফরিদ,থানা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে মরহুমের আত্মার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।