ডিসি কমিকসের কাল্পনিক সুপারহিরোইন ওয়ান্ডার ওম্যানের ওপর ভিত্তি করে ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রটি নির্মিত। এই চরিত্রটি নিয়ে প্রথম সিনেমা মুক্তি পায় ২০১৭ সালে ‘ওয়ান্ডার ওম্যান’ নামে।
প্রথম কিস্তির সাফল্যের পর গেলো বছর মুক্তি পায় ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। এবার সিনেমাপ্রেমীরা উৎসুক হয়ে আছেন এটা জানতে, কবে ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’ আসবে।
‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-এর প্রেস ট্যুরের সময় সিনেমার পরিচালক প্যাটি জেনকিন্স ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’ নিয়ে অনিশ্চিত ছিলেন। এক পর্যায়ে তিনি বলেছিলেন, তিনি নিশ্চিত নন সিনেমাটি তৈরি করবেন কি না! আরও বলেছিলেন, আমি মনে করি না যে আমি সামনে ওয়ান্ডার ওম্যান থ্রি তৈরি করবো। তাই আমাকে অপেক্ষা করতে হবে।
সম্প্রতি এই বিষয়ে ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গাল গ্যাডট নিশ্চিত করেন যে দর্শকরা ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’ দেখতে পাবে। ডিসিইইউ (ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স) ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি কবে আসবে জানতে চাইলে অভিনেত্রী বলেন, বর্তমানে আমরা স্ক্রিপ্ট তৈরি করছি। সম্ভবত এক বছরের মধ্যে কাজ শুরু করবো।
গল্পের প্লট সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী মজা করে বলেন, না! এ নিয়ে বলবো না। তাহলে লোকেরা ছাদে এসে আমাকে তুলে নিয়ে যাবে!
অভিনেত্রী আরও বলেন, ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ প্রমোট করার সময় জানতে চাওয়া হয় তৃতীয় সিনেমায় আমি কাজ করবো কি না! গল্পটি যদি দুর্দান্ত হয় তাহলে আমি করবো।
গ্যাডটের ভাষ্যমতে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হবে। তাহলে সিনেমাটির তৃতীয় কিস্তি ২০২৪ সালে প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা রয়েছে।
‘ওয়ান্ডার ওম্যান থ্রি’তে লিন্ডা কার্টারকেও দেখা যাবে। যিনি সিনেমার দ্বিতীয় কিস্তিতে একটি সংক্ষিপ্ত ক্যামিও করেছিলেন।
#চলনবিলের আলো / আপন