শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ জন অন্য জেলার এবং দু’জন পূর্বের পজেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৩৩৪ জনে। বৃহস্পতিবার (২৫ জুন) সিরাজগঞ্জ শহীদ এম,মনসুর আলী মেডিক্যাল কলেজে’র পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। বাকী ১৫১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ জেলায় আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৭ জন, কামারখন্দের ৫ জন, বেলকুচিতে ৪ জন, কাজিপুরের ২ জন, এবং সদর ও শাহজাদপুরে ৩ জন করে। বাকি ১১ জন অন্যান্য জেলার এবং ২ জন আগের পজেটিভ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের জেলা পরিসংখ্যানবিদ অফিসার মোঃ হুমায়ন কবীর এসব তথ্য নিশ্চিত করেন। এখন পর্যন্ত সিরাজগঞ্জে পিসিআর ল্যাবে ৪,৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছে ৩৫৫ জনের। যার মধ্যে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ৩৩৪ জন, এবং বাকী ২১ জন অন্য জেলার। সিরাজগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের ৩৩৪ জনের মাঝে বেলকুচিতে সর্বোচ্চ ৯৮ জন, সিরাজগঞ্জ সদরের ৮৭ জন, শাহজাদপুরের ৩৭ জন, রায়গঞ্জের ২৫ জন, চৌহালির ২৩ জন, কাজিপুরের ২২ জন, উল্লাপাড়ার ২১ জন, কামারখন্দের ১২ জন এবং তাড়াশের ৯ জন। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২০ জন এবং মারা গেছেন ৩ জন।