নাটোরের গুরুদাসপুর উপজেলার ১নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রার্থীর মোটরসাইকেল ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরিফ। মঙ্গলবার বিকেলে নাজিরপুর বাজারে অবস্থিত নৌকার নির্বাচনী অফিসে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নৌকার প্রার্থী শরিফুল ইসলাম শরিফ অভিযোগ করে বলেন, নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী এলাকা দিয়ে তার সমর্থকরা মোটরসাইকেল যোগে আসছিলেন। রাস্তার মধ্যেই মোটরসাইকেল মার্কা প্রতিকের সতন্ত্র বিদ্রোহী প্রার্থী আইয়ুব আলীর সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়। ঘটনাস্থলে তার একটি মোটরসাইকেল ভাংচুর করা হয় এবং তার ভাই সোহেল রানাকে মারপিট করা হয়। সোহেল রানা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাছে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থার দাবিও জানান।
এদিকে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী অভিযোগ অস্বিকার করে বলেন, নির্বাচনে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বা তার সমর্থকরা এই বিষয়ে কিছুই জানেননা।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন জানান, তদন্ত চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চলনবিলের আলো / আপন